পেঁয়াজ মজুদের ব্যবসার আইডিয়া

অর্থকরী ফসল আমাদের সবচেয়ে জনতম হচ্ছে পেঁয়াজ আরে পেঁয়াজের চাইয়ে তাকে বারো মার জুড়ে।
আজকের উপস্থাপনার করার চেষ্টা করছি পেঁয়াজ নিয়ে ছুটি থাকুন শেষ পর্যন্ত আমি দেখাবো যে পেঁয়াজের সমস্ত কিছু কেউ আপনি এখান থেকে ভালো মান একটি বিজনেস করতে পারেন।
পেজের মৌসুমীর সময় পেঁচকে সংরক্ষণ করতে হবে আপনি কম দামে পেঁয়াজ কিনি আপনি যদি ভালো হিমাগারে অথবা নিজে সংরক্ষণ করতে পারেন তাহলে বলবে এখান থেকে ভালো মানের একটি প্রফিট নিয়ে আসা সম্ভব।
কোথায় পেঁয়াজ বেশি উত্তর নয় সবচাইতে বেশি উৎপন্ন হয় পেজ হচ্ছে ফরিদপুরে ফরিদপুর বগুড়া রাজশাহী সব অঞ্চলে প্রচুর পরিমাণে পিয়ার জন্মে।
কৃষকের কাছ থেকে আপনি পেজ গুলো কিনতে পারেন।
আপনাদের কৃষকের কাছ থেকে না আনতে পারেন তাহলে বলবো যারা পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে মত আপনি সংগ্রহ করতে পারেন।
সংরক্ষণ করতে যা লাগবে।
ক্যাপিটাল কম থাকে তাহলে ছোট আকারে ক্যাপিটাল বেশি থাকলে বড় আকারে আপনি গুদাম গসাগরে ফোন করতে পারেন যেটি হবে হিমায়িত এবং আলো বাতাসার করে এরকম একটি জায়গা নির্বাচন করতে হবে আপনাকে।

💵মূল ধন কত লাগতে পারে।
পেট সংরক্ষণের মধ্যে ব্যবসার মূলধন আপনি 50000 টাকা দিয়ে শুরু করে ১ লাখ টাকার মধ্যে নিয়ে আসলে ভালো হয়।
লাভ কেমন হতে পারে এই পেঁয়াজের সংরক্ষণ বিজনেসে।

সংরক্ষণ করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন থেকে সব খরচ বাদ দিয়ে বলব আপনি মিনিমাম ১৫ থেকে ২০% মত লাভ হয়ে থাকে যেহেতু আমাদের পেজের।

🎥🎥বিষয়টা জানতে আমার নিজের ভিডিওটি দেখুন এখান থেকে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *