স্ক্রিন প্রিন্ট পৃথিবীর সবচেয়ে পুরনো প্রিন্টিং পদ্ধতি। যা দিয়ে খুব সহজেই আপনি যেকোনো ধরনের প্রিন্টিং করতে পারবেন। চলুন দেখে নেই স্কিন প্রিন্টের ফ্রেম বানাতে কি কি প্রয়োজন হয়।
ফ্রেম কত ধরনের
এলমনিয়াম ফ্রেম- যে কোন সাইজ এর হয়ে থাকে।
কাঠের ফ্রেম -আপনি ছয় বাই ৮ যেকোনো ধরনের যে কোন সাইজের কাঠের ফ্রেম বানিয়ে নিতে পারবেন যেকোনো জায়গা থেকে।
ইমুলেশন বা সেন্সরাইজার
তিন ধরনের ইমুলেশন দিয়ে মূলত প্রিন্ট করা হয় একটি এসে সোনা কট অটো সল্ট এবং টি এক্স আর।
দাম একটু সস্তা এবং সহজেই পাওয়া যায় এবং এর সাথে বাইকুমেন্ট মিক্স করে মূলত তৈরি করে নিতে পারেন আপনার ইমোশনটি।
দি আপনি যেকোনো ধরনের প্রিন্টিং কার অটো সল্ট সবচাইতে সহজলভ্য এবং দামে একটু সস্তা।
টিএক্স আর কোন প্রিটিপ্রেম বানানো যায় যদি আপনি সহজেই অনায়াসে হাজারের উপরে প্রিন্টিং করতে পারবেন খুব সহজেই একটু দামি ইমিগ্রেশন এইচডি।
বাইকুমেন্ট
টিএক্সারার সাথে কোন কিছুই মিস করা প্রয়োজন নেই কিন্তু সোনা কাটে এবং অটো সল্টের সাথে অবশ্যই বাইক করতে হবে পরিমাণ মতো।
মেষ কাপড়
স্কির ফিম বানানোর জন্য মিসকল অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যেটি মূলত 12 থেকে শুরু করে ১৪০ পর্যন্ত আপনি পেতে পারেন।
এক এক ধরনের প্রিন্টিং কাজের মূলত এক ধরনের ম্যাচ কেমন প্রয়োজন হয় আপনি কাজ করতে করতে একটু অভিজ্ঞতা হয়ে গেলে আপনি যেকোনো ধরনের মেষ কাপড় নিয়ে মূলত কাজ করতে পারবেন।
কাঠের স্ক্রিন ফ্রেম
কাঠের স্কেল ফ্রেম বাড়াতে মূলত অটোসহ সুনাকট এর সাথে বাইকম্যান পাশাপাশি আপনার যেকোনো ধরনের মিস কাপড় এবং লাগবে কাটা।
একটি আস্ত কাঠের ফ্রেমের সাথে আর প্রয়োজন হবে রিবন আপনি যে কোন ধরনের রিবন দিয়ে আটকাতে পারবেন।
স্টিলের বা এ্যালমুনিয়ামের ফ্রেম
স্টিলের বা অ্যালুমিনিয়াম ফ্রেম বানাতে মূলত আপনার সবচেয়ে প্রয়োজন হবে সেটি হচ্ছে মেষ কাপড় যেকোনো ধরনের গাম বা গুলো।
হার্টনার
স্ক্রিন তৈরি হওয়ার পরে সবচাইতে বেশি যে প্রয়োজন হবে ঠিক আছে হার্নার এই হার্নার কে আপনি উপরে দিলে মূলত স্কিন ফ্রেমটা অনেক হার্ড থাকবে এবং অনেকদিন যাবত আপনি কাজ করতে পারবেন অনায়াসেই.।
নিচের ভিডিওটি দেখুন বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন
কেনাকাটা করলে আসুন সদায়তে
বিজনেস শিখতে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
দেখে আসুন বিজনেস ভিডিও।
আমাকে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ার সব জায়গায়।
Printing & harbal product click
🔗FOLLOW GrowBusiness:
⎯ AUTHOR ⎯
Manir Hosen
is a Bangladeshi Business Adviser, Online Seller,
Adviser, YouTuber, vlogger, Product Reviewer,
and one of the most popular Business-based
content creators in Bangladesh.
প্রোডাক্ট কিনতে ক্লিক করুন