বাণিজ্যিকভাবে হ্যান্ড ওয়াশ তৈরির উপকরণ:
মূল উপকরণ:
উপকরণ সঠিক নিয়মে দিতে হবে।
-
SLES (Sodium Lauryl Ether Sulfate) – ফেনা তৈরির জন্য
-
Cocamidopropyl Betaine – ত্বকের জন্য মৃদু ডিটারজেন্ট
-
Glycerin – ত্বক ময়েশ্চারাইজ করতে
-
EDTA – পানির কঠিনতা কমাতে
-
Citric Acid – pH নিয়ন্ত্রণে
-
Salt (Sodium Chloride) – ঘনত্ব বাড়াতে
-
Fragrance (ঘ্রাণ) – সুগন্ধি যোগ করতে
-
Preservative (যেমনঃ Germall Plus) – সংরক্ষণ করতে
-
রং (Colorant) – আকর্ষণীয় করতে
-
Distilled Water (বিশুদ্ধ পানি) – বেস হিসেবে
তৈরি করার পদ্ধতি
-
একটি পরিষ্কার পাত্রে পানি ও SLES মিশিয়ে নিন।
-
এরপর একে একে Cocamidopropyl Betaine, Glycerin, Fragrance, রং ও Preservative দিন।
-
ভালোভাবে মিশিয়ে নিন।
-
ঘনত্ব ঠিক করার জন্য Salt যোগ করুন।
-
pH পরিমাপ করে প্রয়োজন হলে Citric Acid দিয়ে সামঞ্জস্য করুন।
-
বোতলে ভরে রাখুন।